প্রকাশিত : ৩ আগস্ট, ২০২২ ১৬:২৯

৫০০ গাড়ির স্মার্ট পার্কিং হচ্ছে ডিএনসিসিতে

অনলাইন ডেস্ক
৫০০ গাড়ির স্মার্ট পার্কিং হচ্ছে ডিএনসিসিতে

রাজধানীতে যেখানে সেখানে গাড়ী পার্কিং ঠেকাতে ৫০০ টি গাড়ীর স্মার্ট পার্কিং চালুর উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ’ অভিজ্ঞতা বিনিময় সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, 'যেখানেই পার্কিং ব্যবস্থা দেওয়া হচ্ছে সেখানেই শুরু হয়ে যাচ্ছে মাস্তানি। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সড়কে কোনো পার্কিং ইজারাদার নেই। ইজারাদারদের সিস্টেমে আনতে স্মার্ট পার্কিং ব্যবস্থা আগামী মাস থেকে চালু হচ্ছে। ঢাকা শহরে প্রথম ফেসে ৫০০ স্মার্ট কার পার্কিং শুরু করতে যাচ্ছি।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তরের মেয়র বলেন, 'প্রথম অবস্থায় গুলশান-বনানীতে ৫০০ স্মার্ট কার পার্কিং চালু করছি। পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে স্মার্ট পার্কিং। এই প্রজেক্ট সফল হলে, পর্যায়ক্রমে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য স্থানেও এই পার্কিং ব্যবস্থা চালু করা হবে।'

ইজারা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'এই ধারণা এসেছে ইজারা থেকেই। সনাতন পদ্ধতিতে ইজারা দেওয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে ইজারা দেওয়া হবে। বিদেশে যেমন এক ঘণ্টা পার্কিং করলে একটা পরিমাণের টাকা দিতে হয়। সেই নিয়মেই দিতে হবে। কোন কিছুই ফ্রি নয়। পার্কিংয়ের জায়গা নেই বলেই সমস্যা হচ্ছে।'

উপরে