তাইওয়ান, জিডিআই, জিএসআই নিয়ে বিশদ আলোচনা
চীনের প্রেসিডেন্ট সম্প্রতি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের (জিএসআই) মতো উদ্যোগের ঘোষণা দিয়েছেন। চীন এসব উদ্যোগে বাংলাদেশকে পাশে চায়।
রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি না, তা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘‘এটা একটি রুদ্ধদ্বার বৈঠক। নিয়ম অনুযায়ী তাঁরা যেটা বলেছেন, তা জনসমক্ষে কতটা আনা হবে, সেটা তাঁদের বিষয়।
অবশ্যই এ ব্যাপারে (তাইওয়ান, জিডিআই ও জিএসআই) বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁরা এসব বলেছেন। এটা আলোচনার বিষয় নয়। আমাদের অগ্রাধিকারে আরো অন্যান্য বিষয় আছে। তবে তাঁরা তাঁদের অবস্থান ব্যাখ্যা করেছেন। ‘এক চীন’ নীতি নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি বলে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ’’
এ নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি তাঁদের বিষয়। আমরা তো জানি যে তাইওয়ান ইস্যুতে তাঁরা আন্তর্জাতিক রীতিনীতি মানার বিষয়টিতে জোর দেন। তাঁরা আমাদের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। ’