প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১৫:৪৮

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৪ চুক্তি-সমঝোতা সই

অনলাইন ডেস্ক
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৪ চুক্তি-সমঝোতা সই

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ রবিবার (৭ আগস্ট) সকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা সই হয়।

সমঝোতা স্মারক ও চুক্তিগুলো হলো- পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবেলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

এর আগে আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল পৌনে ৮টায় বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

তারা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক শেষে পৌনে ১১টার দিকে একটি বিশেষ বিমানে করে চীনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান ওয়াং ই। তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উপরে