আজ তারেক মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী
উপমহাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের আজ (১৩ আগস্ট) ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
মাটির ময়না, মুক্তির গান, অন্তর্যাত্রা, আদম সুরত, রানওয়েসহ বেশ কিছু সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাণ করেছেন খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও গীতিকার।
তারেক মাসুদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামের ছেলে। তার বাবা ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনিই সবার বড়। নটর ডেম কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা শেষে পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি।
২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসটির। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।