১০ বছরে গ্যাস সরবরাহ বেড়েছে ১ হাজার মিলিয়ন ঘনফুট
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গত ১০ বছরে দেশে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ২০০৯ সালের আগে দেশে গ্যাসের সরবারহ ছিল ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে তা ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট সরবরাহে নেওয়া হয়েছে। ’ এসময় তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কে বলেছে গ্যাসের সরবরাহ বাড়েনি?’
আজ রবিবার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সেমিনারে এসব বলেন
তিনি বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি সেটি বিশ্ব পরিস্থিতি।
ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব এ সংকটে পড়েছে। আমরা তার বাইরে নয়। বর্তমান গ্যাস সংকটের যে ঘাটতি সেটি অর্থনৈতিক উন্নয়নের কারণে। আমাদের দেশে গত ১০ বছরে ব্যাপকহারে শিল্পায়ন হয়েছে। সেখানে ব্যাপকহারে গ্যাসের চাহিদা তৈরি হয়েছে। মূলত গ্যাসের চাহিদা ও সরবরাহের বিরাট গ্যাপ তৈরি হয়েছে। ’