প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ২৩:৫৩

উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

অনলাইন ডেস্ক
উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন একটি গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২ জন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

তিনি বলেন, ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে পড়ে যায়। গার্ডারটি সড়কে একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাইভেট কারটিতে ৬ জন ছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নিবন্ধন অনুযায়ী গাড়িটির মালিকের নাম মো. নূর ইসলাম। পিতার নাম তাঁরা চাঁন মণ্ডল। নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (৬)। 

যে দুই জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী রিয়া মনি।

বিআরটি প্রকল্প পরিচালক (আরএইচডি পার্ট) ইলিয়াস শাহ বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে এসেছি; কেন, কী কারণে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা- সেটা খুঁজে বের করতে একটু সময় লাগবে।

উপরে