প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৩৬

বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ: মেয়র আতিক

অনলাইন ডেস্ক
বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ: মেয়র আতিক

নগরবাসীর চলাচলে নিরাপত্তার বিষয়গুলো ঠিক না হওয়া পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সব কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৬ আগস্ট)  বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর উত্তরা জসিমউদদীন মোড়ে গার্ডার দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।

মেয়র বলেন, 'আগামী বৃহস্পতিবার আমি বিআরটি প্রকল্প সহ সংশ্লিষ্টদের সঙ্গে বসবো আলোচনা করবো।

বিআরটি তাদের কাজের জন্য রোড সেফটির সব ধরনের সাইনবোর্ড লাগাবে। কোন রোড কবে কাজ হবে সেগুলোর লে-আউট দিবেন তার পর এ বিষয়গুলো দেখেই কাজের অনুমতি দেওয়া হবে।'

তিনি বলেন, বৃহস্পতিবারের বৈঠকে সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিআরটি প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করবো। তারা যদি সেখানে নিরাপত্তার বিষয়গুলো ঠিক করতে না পারেন তবে কাজ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা সাত জনের মধ্যে পাঁচজন নিহত হয়।

উপরে