বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

জন্মাষ্টমী আর সাপ্তাহিক ছুটি উপলক্ষে বৃহস্পতিবার, শুক্রবার দুই দিন বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে রেল ও সড়ক পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের কবলে পড়েছে। তবে এ স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধে শর্তসাপেক্ষে স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক আব্দুল জলিল জানান, জন্মাষ্টমীতে আজ দিনভর বাণিজ্য বন্ধ রয়েছে। শুক্রবার ও সাপ্তাহিক ছুটিতে আমদানি, রফতানি ও পণ্য খালাস বন্ধ থাকবে।
শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে যাতে বন্দরে কোন ধরনের অনিয়ম না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫শ’ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতে। ২ দিন ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকায় প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পারের বন্দরে আটকা পড়েছে।
তিনি আরও জানান, আমদনি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রব রয়েছে। আর রফতানি পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ পাট ও পাট জাতীয় পণ্য, গার্মেন্টস ও মাছ।