জিনিসপত্রের দাম সামান্য বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

জিনিসপত্রের দাম সামান্য বেড়েছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বর্তমান পরিস্থিতি ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের কারণে এই মূল্যবৃদ্ধি পায়নি।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সুনামগঞ্জের জগন্নাথপুর সদরে নিজস্ব অর্থায়নে দরিদ্রের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মোড়লদের লড়াইয়ের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে আর বেশি দিন নয়, আগামী একমাসের মধ্যে সবকিছু আগের মত স্বাভাবিক হয়ে যাবে। জিনিসপত্রের দামও কমবে, আগের মত ২৪ ঘণ্টা বিদ্যুৎও পাওয়া যাবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। গত ১৪ বছরে শেখ হাসিনার সরকার দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছে। ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে।
এর আগে, পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর উপজেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন।