নির্ধারিত মজুরি মানেন না চা-শ্রমিকেরা, ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষণার চার ঘণ্টা পর চা শ্রমিকদের একাংশ এটা না মানার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, ৩০০ টাকা দৈনিক মজুরি না দিলে আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে, ধর্মঘটের অষ্টম দিনে শনিবার (২০ আগস্ট) বিকেলে শ্রম অধিদফতরের সঙ্গে বৈঠকে বসেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এসময় সরকারের পক্ষ থেকে ১৪৫ টাকা মজুরির প্রস্তাব দেওয়া হলে তা মেনে নেন চা শ্রমিক নেতারা। এ সময় তার রোববার (২১ আগস্ট) থেকে কাজে ফেরার ঘোষণা দেন।
তবে এ ঘোষণার কিছুক্ষণ পর সমঝোতা না মানার ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেণ পাল। তিনি জানান, অন্য চা শ্রমিকরা এ সিদ্ধান্ত মানতে রাজি নন। তারা তিনশো টাকা মজুরির দাবিতে অনড়।
অন্যদিকে বৈঠকের পরপরই শ্রীমঙ্গলে শ্রম দফতরের সামনেই বিক্ষোভ করেন স্থানীয় চা শ্রমিকরা। বৈঠকের পর সিলেট মহানগরীর মালনিছড়া, হিলুয়াছড়া ও তারাপুর চা বাগানের শ্রমিকরাও এ সিদ্ধান্তকে বয়কট করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কয়েক শত চা শ্রমিক বিকেল সাড়ে ৫টার দিকে মালনিছড়া বাগানের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে চা শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের টানা ধর্মঘটের ফলে চা বাগানগুলোতে এ পর্যন্ত প্রায় শত কোটি টাকা লোকসানের মুখে পড়েছে।
উল্লেখ্য, ১শ’ ২০ টাকা থেকে ৩শ’ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা প্রথম চারদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে। পরে দাবি না মানায় টানা ধর্মঘটের আল্টিমেটাম দেয়। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা গত ১৩ আগস্ট থেকে লাগাতার ধর্মঘট পালন শুরু করে।