অনুষ্ঠিত হলো বিশ্ব পানি দিবস ২০২২ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিশ্ব পানি দিবস ২০২২ কে কেন্দ্র করে হাউজ অব ভলান্টিয়ার্সের মাসব্যাপী কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ২০ আগস্ট ঢাকায় ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টার (ITN), বুয়েটে। প্রতিযোগী, স্বেচ্ছাসেবক এবং সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ছিলেন ড. ফেরদৌস সারওয়ার- অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); ড. তানভীর আহমেদ অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), পরিচালক, আইটিএন, বুয়েট; ডাঃ মহিদুস সামাদ খান- নির্বাহী পরিচালক, বেক্সিমকো স্বাস্থ্য এবং পিপিই, সহযোগী অধ্যাপক, রাসায়নিক প্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এস্টেক্স- বুয়েট এর প্রকল্প ব্যবস্থাপক, দেওয়ান হানিফ মাহমুদ- প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, দৈনিক বণিক বার্তা; এবং মোস্তাফিজুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট এডভাইজর, ডাচ ফান্ড ফর ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউস অফ ভলান্টিয়ার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক জাফ্রুল হাসান শোভন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশ্ব পানি দিবসের এ বছরের প্রতিপাদ্য ভূগর্ভস্থ পানিঃ অদৃশ্যমানকে দৃশ্যমান করা নিয়ে আলোচনা করেন এবং পানি বিষয়ক সমস্যার সমাধানে বাংলাদেশি তরুণদের ভূমিকা আরো বৃদ্ধি করতে হাউজ অফ ভলান্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজিত আলোকচিত্র ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রশংসা করেন। বিশেষ অতিথিদের মধ্যে ডাঃ মহিদুস সামাদ খান তার বক্তব্যে বলেন- "একটা ছবি হাজার শব্দের চেয়েও অনেক শক্তিশালী।" দেওয়ান হানিফ মাহমুদ তার বক্তব্যে পানির মাধ্যমে মানুষের জীবনের উন্নয়ন, পানির গুরুত্ব, এবং ভবিষ্যতে পৃথিবীতে পানির কারণে যুদ্ধের আশংকা করেন। ড. ফেরদৌস সারওয়ার বলেন- "পানি সক্রান্ত সমস্যা সাধারণ জনগণের কাছে সহজবোধ্য করতে ছবির ভূমিকা অনেক।" মুস্তাফিজুর রহমানের বক্তব্যে উঠে আসে পানি বিষয়ক আমাদের জ্ঞানকে কাজে রূপান্তর করার গুরুত্ব। প্রত্যেকটা ছবির পেছনে যে একটা গল্প লুকিয়ে থাকে তা উল্লেখ করেন তিনি।
সমাপনি বক্তব্যে হাউস অব ভলান্টিয়ার্সের নির্বাহী পরিচালক- জাফরুল হাসান শোভন জোর দেন বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের আন্তঃবিভাগীয় দক্ষতাকে কাজে লাগিয়ে পানি সংক্রান্ত সমস্যা সমাধান করা ও পানির সাথে মানুষের বন্ধন দৃঢ় করাকে। আগামীতে পানি সংক্রান্ত আরো সমস্যা সমাধানে তরুণদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিশ্ব পানি দিবস ২০২২ কে কেন্দ্র করে বছরব্যাপী কার্যক্রমের আয়োজন করতে যেসব অংশীদার আমাদের সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ দেয়ার মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।
এবার দ্বিতীয় বারের মত হাউজ অব ভলান্টিয়ারস বিশ্ব পানি দিবস উদযাপন ২০২২ এর আয়োজন করেছে৷ প্রতি বছর ২২ মার্চ, বিশ্ব পানি দিবস উদযাপনের লক্ষ্যে পানি বিষয়ক বৈশ্বিক সমস্যাগুলোর প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ এ বছরের মূল প্রতিপাদ্য ছিলো ভূগর্ভস্থ পানিঃ অদৃশ্যমানকে দৃশ্যমান করা। পানি বিষয়ক কাজ করতে এবং পানি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পানি বিষয়ক সমস্যার সমাধানে বাংলাদেশি তরুণদের ভূমিকা আরো বৃদ্ধি করতে হাউজ অফ ভলান্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশ এ বছর মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে। যার মধ্যে ছিল তরুনদের জন্য আলোকচিত্র ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড। পুরো আয়োজনে সহযোগিতায় ছিল এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ (ESTex)- বুয়েট। টেকনোলজিক্যাল পার্টনার হিসেবে আছে মিয়াকি মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক বনিক বার্তা।
এছাড়াও নির্বাচিত আলোকচিত্র ও চিত্রাঙ্কণ গুলো নিয়ে আয়োজিত হবে প্রদর্শনী।