ইভিএমে কারচুপির কোনো প্রমাণ পায়নি ইসি: সিইসি

ইভিএমের কারচুপি নিয়ে বক্তব্য চালু আছে, তার কোনো প্রমাণ পায়নি কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, একটি দলের চাওয়া বা কারও বিরোধীতায় নয়, সবার কথা ভেবে কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ভোটের বুথের ভেতরে কেউ যদি মাস্তানি না করে, তাহলে এই মেশিনে কারচুপির কোন সুযোগ নেই। তবে ভোট কক্ষের নিশ্চয়তা দিবে কমিশন।
কোনো দলের চাওয়া কিংবা কোনো দলের বিরোধিতা নয় সুষ্ঠু ভোটের স্বার্থে আগামীর ভোট হবে ইভিএমে।