র্যাব কারো কল রেকর্ড করছে না, এটি সম্পূর্ণ গুজব
‘এখন থেকে মোবাইলের সব কথোপকথন রেকর্ড করা হবে’- এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে র্যাব। এটাকে গুজব আখ্যা দিয়ে র্যাব বলছে, ‘এটা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন তথ্য। এসবে কান না দেওয়ার অনুরোধ করা হলো। তবে যারা এসব গুজব রটাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে আইন-শৃঙ্খলা বাহিনী ও র্যাবের নাম ভাঙিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে। সকলকে এমন অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানায় র্যাব। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় র্যাবের পক্ষ থেকে।
সম্প্রতি অনলাইনে প্রচারিত গুজবটি ছিল এমন-
‘‘অপ্রয়োজনীয় বার্তাগুলি না পাঠানোর প্রতি যত্মশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন। কোনও পোস্ট বা ভিডিও ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনও ছবি লেখা বা ফরওয়ার্ড করা এখন আপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ন বার্তা, যা সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলি না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। সতর্কতায়- Rapid Action Battlelian, RAB’’
উপরোক্ত বার্তাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে র্যাবের পক্ষ থেকে জনসাধারণকে আরো সতর্ক ও অনলাইনে গুজবের ব্যাপারে আরো সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। এছাড়া অনলাইনে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় র্যাব।