বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশে বিভিন্ন খাতে যৌথভাবে ৮০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন ভারতের রাজস্থানের ব্যবসায়ীরা। গত ২৩ আগস্ট ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে এক বাণিজ্য সম্মেলনে এ আগ্রহ প্রকাশ করেন তারা।
আজ রবিবার রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা যৌথভাবে ৯টি কম্পানির সঙ্গে বিনিয়োগ পেয়েছি।
এখানে রাজস্থানের ব্যবসায়ীরা ৮০০ কোটি টাকার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বিদেশি বিনিয়োগের ফলে আমাদের এখানে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ’
বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে বন্ধ হওয়া পাটকলে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলাম। দুটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং শিগগিরই তারা বাংলাদেশে আসবে বলে জানিয়েছে। ’
অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল দেখেছি। ভারতীয় একটি প্রতিষ্ঠান সরিষার তেল উৎপাদনে বিনিয়োগ করার কথা জানিয়েছে। এর ফলে তেলের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা যায়। ’

অনলাইন ডেস্ক