জিয়াউর রহমান ছিলেন বর্ণচোরা মুক্তিযোদ্ধা : মুক্তিযোদ্ধামন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে খুনি অ্যাখ্যা দিয়ে তার মরোণত্তর বিচার দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ১৯৭৭ সালের ২ অক্টোবর প্রহসনের বিচারের নামে ১০০ জনের বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছেন জিয়াউর রহমান। আরো কয়েক হাজার সদস্যকে গুম করেছেন তিনি। তার মরোণত্তর বিচার দাবি করছি।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী।
'১৯৭৭ সালে খুনি জিয়ার সামরিক ষড়যন্ত্রের শিকার আমরা' শীর্ষক ব্যানারে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মেজর জেলারেল (অব.) হেলাল মোর্শেদ বীর বীক্রম, মুক্তিযুদ্ধ গবেষক লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার বজলুল হকসহ ১৯৭৭ সালে গণফাঁসি ও গণগুমের শিকার সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সন্তানগণ।
আলোচনা সভায় মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমানের জিঘাংসার শিকার ৭৭'এর দেশপ্রেমিক সামরিক সদস্যরা। তারা প্রায় সকলেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। প্রহসনের বিচারে কৌশলে তাদের খুন ও গুম করেছে জিয়া। আইনের শাসনের স্বার্থে কমিশন গঠন করে প্রকৃত সত্য উদাঘাটন করা উচিত।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যায় জিয়ায় প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে। তিনি ছিলেন বর্ণচোরা মুক্তিযোদ্ধা, ওয়ার কাউন্সিল গঠন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন। গণদাবিতে অনেক কিছুই হয়েছে, জিয়ার মরোণত্তর বিচার জরুরি ও বাঞ্চনীয়।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কমিশনের পাশাপাশি চার নেতা, ৭৭'র খুন ও গুমের ও কমিশন হওয়া উচিত। মুক্তিযোদ্ধা সামরিক সদস্যদের হত্যার মধ্যদিয়ে জিয়ার অবস্থান হয়েছে মীর জাফরের পাশে। যুদ্ধেও তিনি পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন। সংসদ ভবনে জিয়ার কবর থাকতে পারে না।
৭৭'এ গণফাঁসি ও গুমের শিকার সামরিক বাহিনীর সদস্যদের সন্তানরা ২ অক্টোবর 'খুনি জিয়া' যাদের ফাঁসি দিয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, তার কবর সংসদ ভবন এলাকা থেকে অপসারণসহ ৭ দফা দাবি তুলে ধরেন।