ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ইয়ান ফ্রাই

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মানবাধিকার সংরক্ষণ ও উৎসাহিতকরণ বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ইয়ান ফ্রাই ১২ দিনের সফরে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। গত মে মাসে জাতিসংঘের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানায়, জাতিসংঘের বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবাধিকারের ক্ষেত্রে কী ধরনের বিরূপ প্রভাব পড়ছে তা পর্যালোচনা করবেন। তার বিশেষ দৃষ্টি থাকবে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়ায় ক্ষয়ক্ষতির দিকে।
এ সফরে তিনি জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সেরা চর্চাগুলো চিহ্নিত করবেন। তিনি ঢাকা, খুলনা ও সিলেটে জলবায়ু ক্ষতিগ্রস্তদের প্রতিনিধি, সরকার ও নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে তিনি সংবাদ সম্মেলন করবেন।
ইয়ান ফ্রাই বলেন, বাংলাদেশের জনগণের ওপর অর্থনৈতিক ও সামাজিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাপক। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের জনগণের ওপর এ প্রভাব বেড়ে ২৯০ বিলিয়ন ডলার থেকে ৫৮০ বিলিয়ন ডলারের মাঝামাঝি হতে পারে।