ব্র্যাকের শিক্ষার্থী সানাজানাকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার বাবা

রাজধানীর দক্ষিণখানে ছাদ থেকে লাফিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যার ঘটনার মামলায় তার বাবা শাহীন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহের গফরগাঁও হতে সানজানার বাবাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের সহকারী পুলিশ সুপার আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৮ আগস্ট) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের মা বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা করেন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার বাসিন্দা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সানজানা বাসার ছাদ থেকে লাফ দেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সানজানার কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়। বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করেন তিনি।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট-এ কার) ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তাঁর। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি-ও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।