প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ২২:২২

মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না

অনলাইন ডেস্ক
মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না

সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর এজন্য বিজিবিসহ সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মিয়ানমারে আবারও সংঘাত হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়ে অত্যাচারীরা হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে। তবুও আমরা সর্তক রয়েছি। আমাদের বর্ডারে সতর্কতামূলক অবস্থা গ্রহণ করেছি।

মোমেন বলেন, মিয়ানমারের ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সীমান্তের ভেতরে ফেরে এসে পড়েছে মিয়ানমারের গোলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো মিয়ানমার। গোলাবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করবে ঢাকা বলে জানান তিনি।

উপরে