মাদার অব হিউম্যানিটি পদক এখন থেকে ‘জাতীয় মানবকল্যাণ পদক’

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ এর নাম পরিবর্তন করে ‘জাতীয় মানবকল্যাণ পদক’ করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালার নাম সংশোধনের একটা প্রস্তাব ছিল, এর আগে যখন পুরস্কার দেওয়া হয়েছিল তখন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্যরা বলেছিলেন, নামটা একটু পরিবর্তন করা দরকার। সেজন্য তারা তিনটি নাম নিয়ে আসেন, আজকের বৈঠকে আলাপ-আলোচনা করে এটার নাম পরিবর্তন করে ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২২’ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৮ সালে ‘মাদার অব হিউম্যানিটি পুরস্কার’ হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছিল। আজকে মন্ত্রিসভা এটাকে পরিবর্তন করে দিয়েছে।
অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা এবং মিয়ানমারের ১১ লাখ নাগরিককে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাই প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি অনুসারেই ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ প্রচলন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।