প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫৬

প্রণোদনার ৭৮০ কোটি টাকা সুদসহ ফেরত দিয়েছে বিমান

অনলাইন ডেস্ক
প্রণোদনার ৭৮০ কোটি টাকা সুদসহ ফেরত দিয়েছে বিমান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, করোনাকালীন প্রণোদনার ৭৮০ কোটি টাকা সরকারকে সুদসহ ফেরত দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় বিমানের যাত্রী হযরানি বন্ধে কাজ করছে। বাড়ানো হয়েছে মনিটরিং ব্যবস্থা। যাত্রী হয়রানি এবং দুর্নীতিবাজ দের কোনাো ছাড় দেয়া হবে না। দোষীদের আইনের আওতায় আনা হবে

তিনি বলেন, আমরা সারা দেশে আভ্যন্তরীণ বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ঢেলে সাজানো হচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল, যশোরের বিমানবন্দরের আধুনিকায়নের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, শাহজালাল বিমান বন্দরের তৃতীয় টারমিনালের কাজ পুরোদমে চলছে। করোনার সময়েও বন্ধ রাখা হয়নি। তিনি আশা করেন আগামী বছরের শেষে তৃতীয় টারমিনাল চালু করা হবে।

উপরে