সাক্ষরতার আওতায় নতুন ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষর : গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে এই সাক্ষরতা জ্ঞান দেওয়া হয়েছে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, চলতি বছর ৩০ জুনের মধ্যে দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জাতিসংঘ ঘোষিত এবং ইউনেসকো নির্ধারিত এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’।
প্রতিমন্ত্রী বলেন, ‘ছয় মাসের এই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৩৪টি উপজেলায় ৩৯ হাজার ৩১১টি শিখনকেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৬০ হাজার নিরক্ষর নারী ও পুরুষকে এই সাক্ষরতা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৬০টি জেলার ১১৪টি উপজেলায় ৩৫ হাজার শিখনকেন্দ্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ২১ লাখ নিরক্ষরকে এই সাক্ষরতা জ্ঞান দেওয়া হয়েছে। ’
সাক্ষরতা মানের চলমান কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪)-এর আওতায় শিশুদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। একই প্রকল্পের আওতায় ঝরে পড়া শিক্ষার্থী এবং যারা কখনো স্কুলে যায়নি, ৮ থেকে ১৪ বছর বয়সী ১০ লাখ শিশুকে পাঠদানের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে পাইলট কর্মসূচির মাধ্যমে ছয়টি জেলায় এক লাখ শিশুকে শিক্ষাদান শেষ হয়েছে। বাকি ৯ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম এখনো চলমান। ’
জাকির হোসেন আরো জানান, মন্ত্রণালয়ের আওতাধীন তৎকালীন উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের মধ্যমে প্রায় এক কোটি ৮০ লাখ নিরক্ষরকে সাক্ষরতা দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২০ সালের সর্বশেষ তথ্যমতে দেশে সাক্ষরতার হার ৭৫.৬ শতাংশ। বাকি ২৪.৪ শতাংশ জনগোষ্ঠীকে অর্থাৎ শতভাগ সাক্ষরতার দেশ গড়তে ২০৩০ সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।