প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৩

সিপিবির সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক
সিপিবির সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল। ওই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সভাপতি মো. শাহ আলম ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ সিপিবির সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, স্বৈরাচারী সরকার মানুষের ন্যূনতম গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারও গ্রাহ্য করছে না। এ হামলার মধ্য দিয়ে সরকারের প্রকৃত স্বৈরাচারী চরিত্রই প্রকাশ পেয়েছে।

রাতের ভোটে নির্বাচিত এ সরকারের মানুষের কাছে সংবিধানের কাছে কোনো দায়বদ্ধতা নেই। নেতৃবৃন্দ হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দাবি আদায়ে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় সিপিবি আহুত জনসভা চলকালে প্রথমে স্থানীয় ছাত্রলীগ নেতা তুহিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের প্রতিহত করে কর্মসূচি অব্যাহত রাখে। এরপর পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের বক্তব্য চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ, ছাত্রনেতা দ্বীন ইসলাম, ছাত্রনেতা আজিজুল ইসলাম সায়েমসহ অন্তত ২০জন নেতা-কর্মী আহত হয়েছেন।

বাসদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে নেত্রকোনায় সিপিবির সমাবেশে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সভা-সমাবেশের অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। জনগণের এই অধিকার খর্ব করে দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না। বিরোধী মত দমন ও হামলা-মামলার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।

উপরে