বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবিউল হাসান (১৬), লামিম (১২) ও সানজিদা (৯)। সম্পর্কে তারা ভাই-বোন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ এস এম ফেরদৌস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।’
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’

অনলাইন ডেস্ক