প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৩

ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলির শব্দ

অনলাইন ডেস্ক
ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলির শব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ফের মিয়ানমারের গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শুনা যায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ারুল ইসলাম গতকাল সন্ধ্যায় জানান, মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে। তবে সে দেশের আকাশে হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।

গত একমাসের বেশি সময় ধরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং সে দেশের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে লড়াই চলছে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি সেনা ও সীমান্তরক্ষী ক্যাম্প দখল, অস্ত্রশস্ত্র লুঠ, হেলিকপ্টার ভুপাতিত করাসহ উভয়পক্ষের হতাহতের খবর পাওয়া গেছে।

উপরে