জনগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল : ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘জনগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল। জনগণের ভালোবাসাই আমাকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হতে সহায়তা করেছে। এই পদ আমাকে বেড়া-সাঁথিয়া এলাকার জনগণসহ সারা বাংলাদেশের জনগণের প্রতি আরো বেশি দায়বদ্ধ করেছে। ’
আজ বৃহস্পতিবার পাবনার বেড়া সরকারি কলেজ মাঠে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম আসিফ শামস রঞ্জন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার উন্নয়নকাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ দলটি জনগণের উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নবিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। ’
এর আগে কাজিরহাট ফেরিঘাটে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেয় কাজিরহাট স্থানীয় আওয়ামী-নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে বেড়া-সাঁথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক