প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৪৪

মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না

অনলাইন ডেস্ক
মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না

মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অ্যান্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যাক রোহিঙ্গা নিয়ে এমনিতেই আমরা নানা সমস্যার মধ্যে আছি।

তিনি বলেন, শুনেছি মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। তাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এর মধ্যে কয়েকটি গোলা বাংলাদেশে এসে পড়েছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহতও হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ অব্যাহত রয়েছে এবং এতে কাজ না হলে আমরা জাতিসংঘে বিষয়টি উত্থাপন করব বলে জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।' আমরা শান্তিপ্রিয় দেশ এবং দেশের শান্তি বিঘ্নিত হোক আমরা তা চাই না।

উপরে