ইভিএম বিরোধিতা অন্তরের কথা নয়, রাজনৈতিক কৌশল: ইসি আলমগীর

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে যারা বিরোধিতা করছে তা তাদের অন্তরের কথা নয় বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, এটা তাদের রাজনৈতিক কৌশল।
রোববার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, ইভিএম নিয়ে অপপ্রচার বন্ধে প্রচারণায় নামছে নির্বাচন কমিশন। এ নিয়ে আগামীকাল কমিশনে সভার আয়োজন করেছে ইসি।
ইভিএম ব্যবহার করার কারণে কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচন বয়কট করবে না জানিয়ে নির্বাচন করিশনার জানান, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই নির্বাচনে আসবে। কেননা, ইভিএম নিয়ে দলগুলোর অন্তরে বিশ্বাস আছে, মুখে নেই। হয়তো সেটা তাদের কৌশল হতে পারে।
তিনি আরও বলেন, ইভিএম নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে। এগুলো নিয়ে অনেকেই প্রচার করছেন। হয়তো জীবনে কোনোদিন দেখেননি, তারা টিভিতে কথা বলছেন। যারা পক্ষে বলছেন তারাও ভুল বলছেন। তাই ম্যাসিভ প্রচারে যাবো।
ইভিএমে ওভাররাইট করার সুযোগ নেই, ওভাররাইটের বিষয়ও নেই বলেও জানান নির্বাচন কমিশনার বলেন, কারো আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং কর্মকর্তা তার আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার অনুমতি দেন। তার আগে সংশ্লিষ্ট ভোটারের পরিচিতি এনআইডি নম্বর দিয়ে শনাক্ত করা হয়। অথচ টক শোতে বলছেন ওভাররাইট করা যায়।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, একটি বড় দল তার সঙ্গে আরও চারটি দল সরাসরি ইভিএম চেয়েছে। শর্ত সাপেক্ষে সব মিলিয়ে ১৭টি দল চাচ্ছে। তবু বলা হচ্ছে ইভিএম নিয়ে মতামত পাল্টে দেওয়া হয়েছে। কিন্তু যারা লিখলেন তারা কি প্রমাণ করতে পেরেছেন বলে প্রশ্ন রাখেন তিনি?
ইভিএমের ভোটে সবাই নির্বাচনে আসবে। ২০২৩ বা ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ৩৯টি দলের সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি