সকলে মিলে উৎসব উদযাপন বাংলার ঐতিহ্য : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকলে মিলে উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব। সেই গৌরব ও ঐতিহ্যকে ধারণ করে সকল ধর্মের মানুষের সহযোগিতায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি।
আজ মঙ্গলবার নিজ সংসদীয় আসনের পীরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ সহায়তা ও জিআর (চাল)-এর ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এছাড়া অনুষ্ঠানে তিনি প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে ৯৭টি মণ্ডপে চাল ও এক হাজার টাকা করে প্রদান করেন
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, 'শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে বাংলাদেশে পূজা উদযাপিত হচ্ছে। পীরগঞ্জ উপজেলায় জিআর চাল বিতরণের পাশাপাশি সবগুলো মণ্ডপে অর্থ প্রদান করা হচ্ছে। '
তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সকলের প্রত্যয়। '
প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে পূজার অনুষ্ঠান সম্পাদনে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে যথাযথ সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।