দেশে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি বাড়া মানেই দুঃসংবাদ। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে ওঠে। গত আগস্ট মাসে দেশে রেকর্ড ৯ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর আর কখনো এ সূচক ৯ শতাংশের ওপরে ওঠেনি।
তবে আগস্টে সাড়ে ৯ শতাংশ মূল্যস্ফীতি হলেও সেপ্টেম্বরে মূল্যস্ফীতির রাশ টানা সম্ভব হয়েছে। সেপ্টেম্বর মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। ফলে অক্টোবর মাসেও মূল্যস্ফীতি ব্যাপকভাবে কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাবে জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। অথচ আগস্ট মাসে তা বেড়ে হয় সাড়ে ৯ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে তা কমে ৯ দশমিক ১ শতাংশ হয়েছে। ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর এই সূচক আর ৯ শতাংশের ওপরে উঠেনি।
মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমছে। গত মাসে (আগস্ট) বেড়েছিল। মূল্যস্ফীতির পাগলা ঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে। সামনে মূল্যস্ফীতির হার আরও কমবে। এখন সয়াবিন তেলের দামও কমছে। নতুন ফসল ঘরে উঠবে। জ্বালানি তেলের ধাক্কার ফলে সারা পৃথিবীতে এখন সব পণ্যের দাম বাড়তি। তবে আমাদের সরকার প্রধান নানা পদক্ষেপ নেওয়ায় এর সুফল মিলছে।