জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ে নিহত ২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের ছাদ ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নিচতলার পার্কিং শেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ছাদ ভেঙে পড়ে। এ সময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা একজনের মরদেহ এবং ছয়জনকে আহতাবস্থায় উদ্ধার করে। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন নিহত হয়েছে। ভেঙে পড়া ছাদের নিচে কোনো শ্রমিক চাপা পড়ে আছে কি না তা উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
এ ঘটনায় নিহত-আহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকি নির্মাণ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে।