খাগড়াছড়িতে জেলা পরিষদ ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই এর কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের নতুন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও নির্মাণ শ্রমিকরা জানান, ২২ জন শ্রমিক নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়ে। ধসে পড়া ভবনের নিচের ছাদ-বারান্দায় শ্রমিকরা আটকা পড়েন। এসময় উদ্ধার করা ছয় শ্রমিককে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, উদ্ধারের সময় মো. সাজ্জাদ হোসেন (২০) নামে এক শ্রমিকের মরদেহ পাওয়া যায়। তার বাড়ি জেলা সদরের কলেজগেইট এলাকায়।
এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত করে দেখা হবে। এরই মধ্যে আমরা জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছি।
জেলা পরিষদ চেয়ারম্যান নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। জানা গেছে, নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার সব ব্যয়ভার গ্রহণ করেছেন তিনি।