ঢাকায় কসোভোর ভিসা প্রদান শুরু
কসোভো প্রজাতন্ত্রের ভিসা এখন ঢাকা থেকেই পাওয়া যাবে। দেশটি ঢাকায় কনস্যুলার কার্যক্রমও উদ্বোধন করেছে। গতকাল বুধবার ঢাকায় কসোভা মিশন এই তথ্য জানায়।
ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসের অফিসে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেশনিক আহমেতি, রাষ্ট্রদূত গুনার উরেয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূতাবাস থেকে ইস্যু করা প্রথম কসোভোর ভিসা হস্তান্তর করা হয়। কূটনীতিকদের পাশাপাশি অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।