নির্বাচন বন্ধ কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধে হঠকারী কিছু করেনি কমিশন। অনিয়ম দেখায় নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে’
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনটি যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে জন্য প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কমিশনে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অনিয়ম দেখতে পাই।
হাবিবুল আউয়াল বলেন, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ৩টি কেন্দ্রে ভোট কক্ষে প্রার্থীর পুরুষ এজেন্টরা একই রকম গেঞ্জি বুকে ও পিঠে প্রাথীর মার্কা প্রিন্ট করা পরে আছেন এবং মহিলা এজেন্টরা একই রকম শাড়ি পরে আছেন, যা আচরণ বিধিমালার ১০(ঙ) ভঙ্গের মধ্যে পড়ে।
তিনি বলেন, অনেক অবৈধ লোকজনও ভোটকক্ষে অবস্থান করে ভোটারদের ভোট দিতে প্রভাবিত করছেন। ভোটারদের কন্টোল ইউনিটে আঙ্গুলের ছাপ দেওয়ার পরপরই এজেন্টরা গোপন ভোটকক্ষে প্রবেশ করে ভোটারকে ভোট দানের সুযোগ না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ একই কাজ করছেন।
এ ছাড়া অনেক কেন্দ্রেই ভোটগ্রহণের অবস্থা একই রকম দেখা যায়। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আড়াইটায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় বলে জানান হাবিবুল আউয়াল।
তিনি বলেন, এসব ঘটনায় ইতোমধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।