এ রকম অবস্থার জন্য আমি প্রস্তুত ছিলাম না : বিদায়ি তথ্যসচিব

সদ্যঃবিদায়ি তথ্যসচিব মো. মকবুল হোসেন বলেছেন, ‘যত দিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঁচব। আমি আমার জীবনে নীতি-নৈতিকতার সঙ্গে কখনো আপস করিনি। ’
আজ সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নিজের বিরুদ্ধে ওঠা সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে বিদায়ি তথ্যসচিব বলেন, ‘এ রকম অবস্থার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ’
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত রবিবার জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। কেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ২০২৩ সালের ২৫ অক্টোবর পর্যন্ত চাকরির মেয়াদ ছিল মকবুল হোসেনের।
এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, চাকরির মেয়াদ এক বছর থাকতেই মকবুল হোসেনকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে।