শনিবার গণ-অনশন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সরকারি দলের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আগামী ২২ অক্টোবর (শনিবার) সকাল-সন্ধ্যা গণ-অনশনের ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ বুধবার ঢাকায় ধর্মীয়-জাতিগত আদিবাসী সংখ্যালঘু ঐক্যমোর্চার এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঐক্য পরিষদের ড. প্রশান্ত কুমার রায়, বাপ্পাদিত্য বসু, হদয় চন্দ্র গুপ্ত, জাতীয় হিন্দু মহাজোটের (প্রভাস-পলাশ) নির্বাহী সচিব পলাশ কান্তি দে, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির হিমাদ্রী শেখর রায়, অবিনাশ কুমার সমাজপতি, জাতীয় হিন্দু মহাজোট (সোনালী-রায়) রিপন দে, মিঠু রঞ্জন দেব, হিন্দু লীগের অ্যাডভোকেট জগদীশ চন্দ্র বৈদ্য, সঞ্জয় রায় রনি, অনুভবের সচীন্দ্র নাথ বাড়ৈ, সনাতন সংগঠনের সাজু চৌধুরী, বাংলাদেশ রবিদাস ফোরামের হিমাংশু সিংহ প্রমুখ।
এ ছাড়া শিক্ষক ঐক্য পরিষদের ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক রঞ্জিত কুমার নাথ, আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট সুনীল রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, মহিলা ঐক্য পরিষদের দিপালী চক্রবর্তী, অলকা ঘোষ, যুব ঐক্য পরিষদের ব্যারিস্টার তাপস কান্তি বল, ছাত্র ঐক্য পরিষদের কাজল দাস, শিপন বাড়াইকসহ অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।
সভায় অনতিবিলম্বে সংখ্যালঘু সহিংসতা বন্ধসহ সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, সংখ্যালঘু সহিংসতা বন্ধসহ আমাদের দাবি না মানলে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়বে।
সভাটি পরিচালনা করেন মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ।