ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম জেলা পুলিশের কন্ট্রোল রুম চালু

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
তিনি বলেন, যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য ০১৩২০-১০৮৩৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।