শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । বৈশ্বিক এইসমস্যা সম্মিলিতভাবে সমাধান করা আবশ্যক।
বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা)-তে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময়সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যাবসায়ীদের সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আগামীতে অগ্রাধিকার দিয়ে শিল্পের প্রসারে কাজ করাহবে। পরিকল্পিতএলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে এককভাবেগ্যাস-বিদ্যুৎ সরবরাহে সুবিধা পাওয়া যেত। কিন্তুবিচ্ছিন্নভাবে যত্রতত্র শিল্প-কারখানা স্থাপন কারায় এইসুবিধা দেয়া সম্ভব হচ্ছে না। গাজিপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জে গ্যাস চাপ সমস্যা দ্রুতসমাধান করা হবে। ক্যাপটিভ পাওয়ারে ১৭ শতাংশ ও শিল্পে১৮ গ্যাস দেয়া হচ্ছে। ব্লান্ডেড গ্যাসের মূল্য ২৮.৪২ টাকা প্রতি ঘনমিটার অথচ গড় বিক্রয় মূল্য ১১.৯১ টাকা/ঘনমিটার। শিল্পের প্রসারের জন্যই কম মূল্যেগ্যাস বিক্রয় করা হয়। ব্যবসায়ীদের বিদ্যমান উদ্বেগদ্রুত লাঘব করা হবে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়কউপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, কোভিডপরিস্থিতি আমাদের পরিকল্পনা মতো এগুতে দেয় নাই। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ শিল্প-কারখানায় বাড়াতেসরকার আন্তরিকভাবে কাজ করছে।
এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, বর্তমান সমস্যাবৈশ্বিক। গ্যাসের মূল্য বৃদ্ধি করে হলেও আমরানিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ চাই। কর কাঠামো পূর্ণগঠনকরলে মূল্য সমন্বয় সহনীয় থাকবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমই, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্যপ্রস্তুতকারক সমিতি, বাংলাদেশ রি-রোলিং মিলসএসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিলস এসোসিয়েশন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, বাংলাদেশ পেপার মিলস এসোসিয়েশন, বাংলাদেশসিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্সএসোসিয়েশন, বাংলাদেশ ইকনোমিক জোনইনভেস্টোরস এসোসিয়েশন ও বাংলাদেশ স্মল এন্ডক্যাপটিভ পাওয়ার প্রডিউসার্স এসোসিয়েশন-এরসভাপতি ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।