রংপুরে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

রংপুরে সড়কে থ্রি হুইলার (নছিমন-করিমন) বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট করবে তারা। একই সঙ্গে রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদও জানিয়েছে সমিতি।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার (২৯ অক্টোবর) রংপুর বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের কথা মোটর মালিক সমিতির নেতারা জানেন না বলে দাবি করেছেন।
মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, মহাসড়কে নছিমন-করিমন বন্ধের দাবি জানানো হয়েছে। আজকের মধ্যে নছিমন ও করিমন বন্ধ না হলে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যানবাহন।
এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। তবে একটি সূত্র বলছে, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে কোনো যানবাহন রংপুর থেকে ঢাকাসহ কোথাও ছেড়ে যাবে না।
রংপুরে শনিবার বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। তবে ধর্মঘটের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না বলে দাবি করেছেন বিএনপির একাধিক নেতা।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সমাবেশে।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু কালের কণ্ঠকে বলেন, ‘রংপুরে বিএনপির সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে। সমাবেশে বাধা দেওয়া হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ’
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় নেতারা এ সমাবেশে উপস্থিত থাকবেন। বিএনপির সমাবেশ ঘিরে মানুষের ঢল নামবে রংপুরে। সমাবেশে বাধা দিলে তা মোকাবেলা করার জন্য বিএনপি প্রস্তুত। ’