মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

ইলিশ শিকারে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ অক্টোবর)। ফলে মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নামতে পারবেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে বরিশাল, ভোলা, বরগুনা, চাঁদপুর, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইলিশ শিকারে জাল ও নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যে দিয়ে চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পাড়াগুলোতে। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এবার ইলিশের উৎপাদন বাড়বে।
মৎস্য অধিদফতরের তথ্যমতে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময়ে প্রজনন মওসুমকে নিরবিচ্ছিন্ন করতে অবৈধ মাছ শিকারকারীদের বিরুদ্ধে অভিযান ও টহল দেয় অধিদফতর।
লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর একশ কিলোমিটারে মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ শিকারে নামবেন জেলেরা। এর ফলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে।
জেলেদের আশা, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে না পারায়, তারা যে অর্থ সংকটে পরেছিলো, তা এবার কাটিয়ে উঠতে পারবেন।
জেলেরা অভিযোগ করেন নিষেধাজ্ঞার সময় প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি চাল পাননি তারা। এতে পরিবার পরিজন নিয়ে অনেক জেলেকে বিপাকে পড়তে হয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানালেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশ উৎপাদনের এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে।
জেলা মৎস্য অধিদপ্তর তথ্য মতে, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে ৪৬ হাজার ৪৯ জন। এদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।