তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হাসিনার অধীনে নির্বাচন নয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হাসিনার অধীনে নির্বাচন হবে না। দল নির্দেশ দিলেই আমাদের এমপিরা পতত্যাগ করবে। এই সরকারের ক্ষমতা ছেড়ে তত্বাবদায়ক সরকার গঠন করতে হবে। তারপর নির্বাচন।
তিনি বলেন, প্রয়োজনে জাতীয় সরকার হবে। যারা আন্দোলন করেছে তাদের নিয়ে হবে। দেশের অর্থনীতি মেরামত করার জন্য সরকার কাজ করবেন। এই সরকার সব শেষ করে দিয়েছে , তা ঠিক করতে হবে।
শনিবার (২৯ অক্টোবর) নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশ তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে, ২০ লাখ টাকা ঘুষ দিলে চাকরি হয়। ঘুষখোর, ভোট চোর। তাকে আর মানুষ দেখতে চায়না। আজ কেন এই সমাবেশ, কারণ একটাই। ১৫ বছর ধরে দমন করে, অত্যাচার চালিয়ে সর্বনাশ করেছে। সমস্ত দেশটাকে পুড়ে পুড়ে খেয়েছে। চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতি খেয়েছেন। এখন বাংলাদেশ খাওয়ার পায়তারা করেছেন। একটাই দাবি । হাসিনা কবে যাবে, সরকার কবে যাবে। সরকারের পদত্যাগ চাইতে এই সমাবেশ।
বিএনপির মহাসচিব বলেন, সমস্ত স্বপ্ন নষ্ট করে দিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে চুরি করে তারা। রাস্তা, ব্রীজ, গরীব মানুষের ঘর তুলে দিয়েছে। আশ্রয়ণ প্রকল্প করছে ওখানেও চুরি করেছে। সর্বভুক, সব খেয়ে ফেলছে। কিছু বাকি রাখে না।
তিনি বলেন, গৃহবন্দি আছেন নেত্রী খালেদা জিয়া। তিনি অসুস্থ, তবুু চিকিৎসার সুযোগ দেয় নাই। পরিবার, চিকিৎসক বলেছেন ওনাকে বাইরে পাঠানো দরকার। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় নাই। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। ৬০০ বেশি মানুষকে গুম করেছে। ইলিয়াম আলী, চৌধুরী আলমসহ। ১৪–১৫ সালে আন্দোলনের সময় নেতাদের গুম করেছে। হত্যা করেছে অনেককে।
দ্রব্যমূলের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, এতদিন কি বললেন, দেশ মধ্য আয়ের হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে গেছে। মানুষ খাবার পায় না। ১০ টাকা কেজি চাল খান এখন, কত ৯০ টাকা। ডিম কত ১৩৫–৪০ টাকা। চিনির দাম ১৩০ টাকা।কি খেয়ে থাকবে মানুষ। আওয়ামী লীগ মুখে বলবে একটা, অন্তরে একটা। এই হচ্ছে আওয়ামী লীগ।তারা নতুন বুলি দিচ্ছে জঙ্গিবাদ। তাদের দমন করবে। ভোতা হয়ে গেছে এই অস্ত্র।
মহাসচিব বলেন, মানুষ এখন রুখে দেবে। বন্দুক, পিস্তল লাঠি রিভলবার সব ভেঙ্গে চুরমার করে দেবে। একনায়ক হাসিনা সরকারের পতন ঘটাতে মানুষ জেগে উঠবে। রংপুরের মাটিতে বহু নেতা সংগ্রাম হয়েছে। কুনঠে বাহে জাগো সবাই।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, আওয়ামী লীগের চরিত্র ফুলের মত পবিত্র। আ.লীগের কাদের বলছেন খেলা হবে, ১০ ডিসেম্বরের পরে খেলা দেখাবেন। মানুষ ১৫ বছর ধরে আপনাদের খেলা দেখছে।
তিনি বলেন, সম্পদ লুট করে পাচার করছেন, ভোট চুরি করে ক্ষমতায় আছেন। গণতন্ত্রের মাকে বন্দি করে রেখেছেন। তারেক জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রেখেছেন। নাটক বন্ধ করেন। কাদের, নাটক বন্ধ করেন।