এক শিফটে চলবে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে।
যা আগামী বছরের (২০২৩ সাল) জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান।
রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারবো।
সারাদেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলে জানান গণশিক্ষা সচিব।
তিনি বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।