প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ১৬:৩৪

তারেক-জোবাইদার গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে নয়াপল্টনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
তারেক-জোবাইদার গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে নয়াপল্টনে বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে। আজ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সরকারবিরোধী বিভিন্ন স্লোগান, তারেক রহমান এবং জোবাইদা রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করছে।’

আমিনুল আরও বলেন, ‘সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে, মিথ্যা মামলা দিচ্ছে, মামলা-হামলা করছে। এসব করে বিএনপির গণজোয়ার থামানো যাবে না। জনগণ জেগে উঠেছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।’

এদিকে, নয়াপল্টনে বিএনপির সমাবেশের ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে।

উপরে