প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২২:১৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

ডিএমপি জানায়, রোববার সারা দেশে এইচএসসি , এইচএসসি (ভোকেশনাল), আলিম ও আলিম (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

উপরে