প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১৫:২৪

বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা : ডিবি

অনলাইন ডেস্ক
বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা : ডিবি

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ছিল পরিকল্পিত। বিএনপির সমাবেশ থেকে করা হয়েছিল হামলা। এমনটিই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

এ সময় তিনি আরো বলেন, বিচারপতি মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 হারুন-অর-রশীদ বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। গ্রেপ্তারকৃতদের এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি। তিনি আরো বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিল। এ সময় বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়। এ নিয়ে তদন্ত করছি, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উপরে