প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২৩:৩৮

ওআইসির সাইবার ড্রিলে বিজিডি ই-গভ’র ২য় স্থান অধিকার

অনলাইন ডেস্ক
ওআইসির সাইবার ড্রিলে বিজিডি ই-গভ’র ২য় স্থান অধিকার

২০০৮ সালে ওআইসির ৩৫তম অধিবেশনে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)- কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিইআরটি) প্রতিষ্ঠিত হয়।

সোমবার (৭ নভেম্বর) স্বাগতিক দেশ ওমান কর্তৃক আয়োজিত ১০তম ওআইসি-সিইআরটি সাইবার ড্রিল ২০২২ অনুষ্ঠিত হল। এবারের ড্রিলের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাইবার নিরাপত্তা শিল্পে উদ্ভাবনের সঙ্গে সমান্তরালভাবে সাইবার হুমকির ল্যান্ডস্কেপের দ্রুত বিকাশ’।

উক্ত ড্রিলে ২৪টি টিম অংশ নেয়। বাংলাদেশ, মিশর, কাতার, আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তানসহ আরও বিভিন্ন দেশের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম এতে অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষ হতেবিজিডি ই-গভ সিইআরটি ড্রিলে অংশ নিয়ে ১০০% পয়েন্ট অর্জন করে ২য় স্থান অধিকার করে।

উপরে