প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২২ ১৫:১৩

নির্বাচনের আগে মাঠ প্রশাসনে রদবদল করতে পারে ইসি

অনলাইন ডেস্ক
নির্বাচনের আগে মাঠ প্রশাসনে রদবদল করতে পারে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করা হতে পারে। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের কথায় এই ইঙ্গিত পাওয়া গেছে। গতকাল তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশনের প্রতি আস্থার জায়গাটাও তৈরি করা হবে।

জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনে মাঠ পর্যায়ে সবার জন্য সমান ক্ষেত্র প্রস্তুতে ইসির ভূমিকা কী হবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা এরই মধ্যে বলেছি

তিনি আরো বলেন, সিসি ক্যামেরা থাকবে তিন লক্ষাধিক। টেকনিক্যালি এটা সম্ভব। আবার এ বাস্তবতাও আছে যে যাকে দায়িত্ব দিলাম সে সঠিকভাবে দায়িত্ব পালন করল না। সেগুলো বিবেচনায় নিয়েই আমাদের এগোতে হবে। তবে  নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে পরিস্থিতি উন্নত হয়। সচেতনতা বাড়ে।

উপরে