জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকল বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগে ভোটদানে বিরত থাকল বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য এবং ইউক্রেনে আক্রমণের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য প্রত্যাবাসন ও প্রতিকার ব্যবস্থা তৈরির জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবটি সাধারণ পরিষদে পাস হয়েছে।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ সামরিক অভিযানে ইউক্রেনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সামরিক-বেসামরিক বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে সোমবার (১৪ নভেম্বর) জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবটি পাস হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সোমবারের (১৪ নভেম্বর) এই ভোটাভুটিতে মোট ৯৪টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে অনেকটা প্রত্যাশিত ভাবেই এ দিন, রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ৭৩টি দেশ।
অন্যদিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ভারত বরাবরই রাশিয়ার পাশে থেকেছে। ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং মানবাধিকার পরিষদসহ জাতিসংঘে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নানা প্রস্তাবে ভারত বেশির ভাগ সময়ই ভোটদান থেকে বিরত থেকেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাও ভোটদানে বিরত ছিল।
অন্যদিকে মোট ১৪টি দেশ এ দিন রাশিয়ার বিরুদ্ধে আনা এই রেজুলেশনের বিপক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেয়া দেশগুলোর মধ্যে চীন, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়ার নাম রয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী হতে হবে বলে স্বীকৃতি দেয়া হয়েছে। যার মধ্যে আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদের লঙ্ঘন, সেইসাথে আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ রাশিয়াকে অবশ্যই তার আন্তর্জাতিকভাবে অন্যায় কাজের সকল আইনি পরিণতি বহন করতে হবে বলে বলা হয়েছে।
এর মধ্যে হামলার জন্য ক্ষতিপূরণ বহন করা এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনো ক্ষয়ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেড়েছে। এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মস্কো থেকে তেল আমদানি অনেক বাড়িয়েছে ভারত।
এ ছাড়া, সংঘাতের শুরু থেকে এখনও পর্যন্ত রাশিয়ার নিন্দা না করে ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রেখেছে ভারত। এর পাশাপাশি জাতিসংঘের ফোরামে ধারাবাহিকভাবে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে নয়াদিল্লি।