প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২ ২১:২৯

সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

অনলাইন ডেস্ক
সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করাসহ কয়েকটি দাবিতে সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার (১৯ নভেম্বর) ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

বুধবার (১৬ নভেম্বর) সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়াসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মালিক সমিতি।

এ কর্মসূচি পূর্ব নির্ধারিত জানিয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এই দাবিগুলো জানিয়ে আমরা কিছুদিন আগে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেই। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়। তাই বাধ্য হয়ে আমরা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী শনিবার সকাল ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।

এদিকে, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ।

উপরে