প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২ ২০:৩৫

সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বৃহত্তর বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বৃহত্তর বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য সম্পর্কমন্ত্রী এস ইশ্বরান গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। আমি সিঙ্গাপুরের উদ্যোক্তাদের এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি।

এছাড়া অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপের কথাও বলেন শেখ হাসিনা।

এ সময় দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছেন সিঙ্গাপুরের দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য সম্পর্কমন্ত্রী।

উপরে