প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৮:৩৮

জঙ্গি ছিনতাই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার সদস্যদের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
জঙ্গি ছিনতাই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার সদস্যদের তদন্ত কমিটি

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) মো. হাবিবুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিচে নন), অতিরিক্ত কারা মহাপরিদর্শক ও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

আদেশে বলা হয়, ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে মোহাম্মদপুর থানার মামলায় (মামলা নং-৬১(২)১৬) সন্ত্রাসবিরোধী আইনে সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীম ওরফে ইমরানকে (ব্লগার দীপন এবং অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি) দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেন। ওই ঘটনার এ তদন্ত কমিটি গঠন করা হলো।

পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে এরই মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

উপরে